মালদা

আই.সি.-র বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রবিবার মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল ব্লক কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচীর নেতৃত্বে ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার। তাদের অভিযোগ ভোট ঘোষণার পর থেকে মহিষবাথানী এলাকায় কংগ্রেস কর্মীরা তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং তারা গৃহবন্দী হয়ে রয়েছে। বাড়ি থেকে বের হতে পারছে না। ভোটের আগে থেকে শুরু করে ভোটের পরে কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৬ টি মামলার অভিযোগ মালদা থানায় দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। কিন্তু তৃণমূলের হার্মাদ বাহিনির অত্যাচার কংগ্রেসের কর্মীদের উপর বিন্দু মাত্র কমেনি। আর তাই এদিন আই.সি-র বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে মালদা থানা ঘেরাও করেছে ব্লক কংগ্রেস নেতৃত্ব। 

এবিষয়ে মালদা কেন্দ্রের বিধায়ক অর্জুন হালদার জানান, এদিন তারা শাসক দলের সন্ত্রাস ও সেই সন্ত্রাসে মালদা থানার আই.সির যোগ সাজস রয়েছে এমন অভিযোগে থানা ঘেড়াও করে বিক্ষোভে সামিল হয়েছেন। সাধারণ মানুষরা তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, বেরতে পারছে না ঘর থেকে, ভোটের দিন হাঁসুয়া, রড নিয়ে হামলা চালাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তাদের প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসানো সহ একাধিক দাবীতে প্রায় ১৪ বার অভিযোগ করলেও প্রশাসন নিরব থাকছে। কোন ব্যবস্থা নিচ্ছে না। এখানকার আইসি-কে খাকি পোশাক ছেড়ে তৃণমূলের পোশাক পরে নেওয়া উচিত বলে তিনি কটাক্ষ করেন।